আমাদের কথা খুঁজে নিন

   

পথের শেষ

মমমমমম



হয়ত চলে যাব হয়ত থাকবে না আকাশের নীল,
হয়ত থাকবে রাতের গাড় অন্ধকার আর মিটিমিটি তারা।
রাতের নিস্তদ্ধতার মত হবে আমার প্রস্থান
গাড় অন্ধকার তাকিয়ে দেখবে আমার চলে যাওয়া
রাতের অন্ধকার আর ঝিঝি পোকা হয়ে থাকবে মহাকালের সাক্ষী।
আর কোনদিন আমার দৃষ্টি খুজে ফিরবে না কাউকে ,
আমার অনুভুতি অনুভব করবে না মানব-মানবীকে
আমার কথার তুবড়ি হাসাবে না কাদাবে না কাউকে।
আমার হাতের ঢিল ভাংবেনা জলের নিস্তব্ধতাকে ।।
কালের রঙ রুপ এখন আমার হৃদয় স্পর্শ করে না
অনুভুতি এখন আর খোজে না ভালবাসা ,
অচেনা আমি হেটে চলি কালের পথে, সবই নতুন আর অচেনা আমার কাছে
ক্লান্ত এক পথিক আমি হেটে চলেছি কালের সীমানা ঘেঁষে
মহাকালের কাছে নিজেকে সপে দিতে চলেছি প্রতিদিন।
জীবনের নানা বাকে ঘুরে আমি আজ নিস্তেজ এক প্রানী
ক্ষয়ে ক্ষয়ে বয়ে চলেছি নিজের মোরে যাওয়া আত্মাকে
ভেতরে বয়ে চলেছি এক বুক হাহাকার।
সকল গ্লানিকে মুছে দিতে চলে যেতে হবে স্বপ্নের ওপাশে
এর নাম চলে যাওয়া এর নাম প্রস্থান এর নাম মহাযাত্রা
মাত্রার ওপরের মাত্রা কেবল দিতে পারে একটু সুখ।
তীব্র হাহাকারে পুড়ে পুড়ে আজ আমি অংগার
যেটুকু বাকি আছে তা না হয় আমি সাথে নিয়েই যাব।
কি পেলাম কি পাব কি থাকবে তা এখন আমায় ভাবাই না
হয়ত চলে যাচ্ছি হাসি মুখে , মুখ বুঝে অবাক অনুভুতি সাথে নিয়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।