সভ্যতার প্রসব বেদনার আমি এক নিদারুণ সাক্ষী, অপার আনন্দের ভাগীদার হয়েও আমি পথহরা, ডানা ঝাপটানো অনিশেষ চিল..
দীর্ঘ এক বছরের সুক্ষ যন্ত্রনার অবসান করে আজ আমি খোলা হাত্তয়ার টানে ফেটে যাত্তয়া তুলার মত অনি:শেষ বাতাসে ভেসে যাচ্ছি,আজ আমি পোড়তেছি শিমুল আগুনে ,আজ আমি নেচে বেড়াচ্ছি কানা মেঘের দলে,আজ বারন না মানা শিশুর মত ভিজতেছি কাদা- গায়।
কালো কালো চুলের ভাজটা যেন সাদা সাদা না হয়ে যাই আর অবিরাম চেষ্টায় যাতে চোখের চোখেতে যাতে ছানি পেখম না ছড়ায় ।
পতিগনের মত যেন যোগদান করি নিজ যজ্ঞে ।
এখন আমি পথফিরে পাত্তয়া এক পথহারা চিল । মনে করেছিলাম চেনা পথে যেতে যেতে পথের ধূলায় পায়ে পায়ে যদিত্ত বা হারিয়ে যাই তোমার মনের গহীন কোনে।
হারিয়ে যাত্তযা আমার আর হলো না । আমি ফিরে পেয়েছি আমার পথ প্রসব যন্ত্রনায় কাতর এই সভ্যতার আন্তচিৎকারে আমি হয়ে গেলাম তার সহযোদ্বা। হাটা পথ পাড়ি দিয়ে হে সভ্যতা আমি আসছি তোমার কিনারে। আজ আমার সহমত পোষনকারীদের কাতারে দাড়াতে আমার কোন বাধা নেই।
যত আক্রোশ আমি মাটিতে ঢেলেছি ,তবু তুমি মেঘ হয় আস তা আমি চাইনা।
আমি জানি কত জল চোখে থাকে সব জল মেঘ হয়ে উড়ে যাবে সোনাডাঙ্গা চুয়ে । তাই আমি সোনাডাঙ্গায় কোন সোনার ফসল ফলাতে চাইনা। মাটির সাথে গড়াগড়ি দিতে চাইনা। কোন রোদে পুড়ে পুড়ে ধানের জীবন আমি ফেতে চাইনা।
বন্ধু তোমায় কোন গান শোনানো দায়িত্ব নিতে চাইনা।
আজ আমি নিজেকে নিয়ে বড় আকুতি জানাই।
আজ আমি এই শ্রেনীবিভক্ত সমাজের বুকে ব্লেড চালানোর এক সৈনিক আমি। কোন সমাজের গবে যখন নতুন সমাজ জন্ম নেবে তার জন্য প্রয়োজন অপেক্ষা আর নিষ্টা অবশ্যই তা সর্বহারা ।
আজ আমি ঘুরে বেড়ায় সমাজের পথে পথে কোন বিমূত শক্তি জালে আটকানো মীনের মত ধরে রাখেনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।