হয়তো কিছু নাহি পাবো..
প্রায় এমনটা হয়,ঠিক যে মূর্হুতে কিছু একটা বলা দরকার তখন সেটা বলা হয়ে উঠে না, পরে বেশ অনেকটা সময় খচ্খচ্ করতে থাকে কেন বললাম না ? যেমন এখন মনে হচ্ছে "somewhere in..blog" এ আমার প্রথম দিনে special কিছু লেখা উচিত ছিল, যা আজ থেকে অনেক দিন পর দেখলে আমাকে আবার সেই প্রথম দিনের আবেগে আপ্লুত করবে। কিন্তু কেন লিখলাম না?
আশা করি খুব বেশি দেরি এখনও হয়নি, একজন ক্ষুদে ব্লগার হিসেবে আজ আমার
দি্ব্তীয় দিবস। ব্লগিং ব্যাপারটা আমার কাছে খুবই আকর্ষ্ণণীয় মনে হত সব সময় থেকেই। নিজের অনুভূতিগুলো যখন পরিচিত মানুষগুলোর কাছে খুব সহজে প্রকাশ করা যায় না ,অনুভূতির ভারে যখন নীলচে আঁধারে ডুবে যাই,যখন নিত্য সংকীর্তায়- জটীলতায় ক্লান্ত হয়ে পড়ি তখন এই অদৃশ্য জাল virtual জগৎ
অনেক ভাবেই আমাকে সাহায্য করেছে। গত কাল থেকে তার সাথে আরেক্টা নতুন মাত্রা যোগ হল যেন। এক্ষেত্রে "প্রিয় ডায়েরী" হয়তো অনেক কে আমার মত সাহায্য করে, কিন্তু কোথায় যেন পড়েছিলাম "Its not safe to keep a diary in love and war"(!!) তাই ...আমাকে এই অদৃশ্য জালই যেন সব সময় কাছে টেনে নিয়েছে।
আবেগের রং কি? নীল!!...আমার কাছে অনুভূতির রং নীল...বিষন্নতার রং ও নীল...অস্থিরতার রং ও নীল...আনন্দের রং......? আলোময় নীল... আমি সেই আলোর সন্ধান করে যাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।