আমাদের কথা খুঁজে নিন

   

পথের কথা

মুহসিন আব্দুল্লাহ

পথের কথা মুহসিন আব্দুল্লাহ চিৎ হয়ে শুয়ে থাকে পিচঢালা রাজপথ কায়া তার যেন এক শুকনো কালো নদী জল নয়; বয়ে চলে অহরহ বহতা মানবস্রোত ধাতবঘর্ষণ নিরবধি জাগায় শিহরণ তার প্রতিটি লোমকূপের গভীর মোহনায় । ধেয়ে চলে অবিরাম দূর অজানায় জানেনা তো শেষ তার শুরু যে কোথায় কতযে জীবন কত বাঁক কত ইতিহাস জড়ায়ে রয়েছে তার অন্তরঙ্গ পরিসীমার ধারে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে । আর ক্ষীণকটিধারী ফুটপাত , প্রেয়সী তার হাজারো শ্লথপায়ের প্রতিফলিত জীবনের গান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।