আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো আমরা মানুষ নই,মানুষগুলো অন্যরকম

মানুষ তার স্বপ্নের সমান বড়... রোহীঙ্গা প্রসঙ্গে প্রথম আলোতে সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরীর কলাম পড়লাম,দীপু মণি-মওদূদের কথা শুনলাম টিভিতে। বাকরুদ্ধ হয়ে গেলাম। I hate you,I really do."নিউট্রন বোমা বুঝ,মানুষ বুঝ না"। আপনারা অনেক ডিপ্লোম্যাসি,রাজনীতি,অর্থনীতি,সমাজনীতি,ন্যায়শাস্ত্র জানেন,কিন্তু মানুষ হতে পারেন নি। আমরা কিছুই জানি না,তবুও মনে হয় এখনো মানুষ আছি।

That's why I hate elites,all kind of elites-political elite,economic elite,social elite,administrative elite,business elite-all.Elite class আছে বলেই পৃথীবিতে এত কান্না,ক্ষুধা,দারিদ্র্য। আর এই নষ্ট দুনিয়ায় নীতিহীন-মেরুদন্ডহীন শিয়াল না হলে কেউ elite হতে পারেনা। ফারুক গং,আপনারা এই নষ্ট দুনিয়ার গর্দভ parameter গুলোতে overwhelmingly qualified হতে পারেন,কিন্তু আমাদের কাছে নরকের কীট ছাড়া কিছুই না। আপনাদের দোসর আরেক elite-এর কথা মনে পড়ল-শফি সামি। এই শফি সামির কীর্তির link দিলাম।

এই শফি সামি গুলশান থেকে কড়াঈল বস্তি উচ্ছেদের বড় advocate ছিল। বস্তিবাসীরা নাকি পরিবেশ নষ্ট করছিল,ওদের বাচ্চাদের দেখলে নাকি elite-দের english medium বাচ্চারা নষ্ট হয়ে যাবে!যাই হক,সেই মহাত্মা মা্তৃপ্রতীম বিদেশিনী ভেলরি টেইলরকে সালাম। আর Faruk-Dipu Moni-Moudud-Shofi Sami তথা সকল elite,I hate you guys,I hate you very much.জানি তাতে কিছুই আসে যায়না। তবুও I'll continue to hate you,I'll continue to spread hate messages... সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।