আমাদের কথা খুঁজে নিন

   

ও পথিক !

ও পথিক ! যাও কোথায়, একলা আনমনে ? আমিও যাব তোমার পাশে হয়ে সবুজ বিজনে । ও পথিক ! বল কথা, বুকে তোমার হাজার ব্যথা ? চোখ যে তোমার অশ্রু ভেজা ? দুঃখ স্মৃতি অমোঘ তাজা ! ও পথিক ! নিরব কেন, বুক কি ভাঙে দুঃখ ভারে ? কেউ কি আছে কষ্ট ছাড়া, এই রহস্য ভান্ডারে ? ও পথিক ! আমিও দুঃখী ধরণী দুঃখী, সবাই দুঃখী, দুঃখহীন যে সেও দুঃখী উল্টে দিলে সবাই সুখী । ও পথিক ! সুখ-দুঃখ যে দেখার মাঝেই বসত করে, আসা-যাওয়া সবই ঘটে স্বপ্নের সঞ্চারে । ও পথিক ! হাসলে নাকি তুমি ? তোমার মৃদু হাসির ঝলক দেখে থমকে জলাভূমি, কান্নার চেয়ে করুণ হাসি মেখে । ও পথিক ! বলবে কথা ? আমার সনে, বসে এ কূজনে ? তোমার দুঃখের কথা শুনি, নিরব ও নির্জনে ।

ও পথিক ! তোমার চোখের তারায় কেন নীলের আচ্ছাদন ? গহীন মনে ছুটে বেড়ায় কষ্ষ্টের আমন্ত্রন । ও পথিক ! বলবে নাকি কিছু ? “আমার থলের মাঝে হাজার রকম পাপ”- পথিক বলে উঠে...“পথে ঘাটে কুড়িয়ে বেড়াই অশান্তি, পাপ আর ষাপ । ” ও পথিক ! তুমি কি কর সব দিয়ে ? “ পৃথিবীকে মুক্ত করি আবর্জনা থেকে ”- আবার বলে পথিক..“ও আর পারছেনা সব নিয়ে, এদের দূষণ ওকে ভারি করে কলঙ্কিনী এঁকে । " ও পথিক ! তুমি অতি মানব নাকি ? নাও দেখি আমার সকল পাপ টেনে ! “উহ ! এভাবে নয়, সাধলে তুমি শুভংকরের ফাঁকি। ”- বলে পথিক একলা আপন মনে।

ও পথিক ! যাচ্ছ কোথায় তুমি ? “মাহান প্রভূর খোঁজে, তার দয়ায় আজ মুক্ত হবে যত দূষণ আছে । পথেই থেকো তুমি । ”- বলে যায় পথিক..“আবার দেখা হবে । ” তানিয়া হাসান খান সময় : রাত ৩:৩০ মি তারিখ : ৩০.০৫.১২ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।