আমাদের কথা খুঁজে নিন

   

পথিক এবং আমি

স্বপ্নবাজ

অনেকটা পথ হেঁটে এসে ক্লান্ত পথিক, বুঝবেনা এখন সে কি যে ভুল-সঠিক, কিছু সময়ের জন্য সে হতে পারে মাতাল, খোঁজে সবকিছু আকাশে নীচে পাতাল, কিছু বুকভরা হাহাকার সাথেই থাকে, কিছু জীবনকে আঁধার থামিয়ে রাখে.... এতো মানুষের মাঝেও আমি একা, যায়না বোঝা কিছুতেই এভাবে থাকা, মন মন্দিরে বাজেনা সকালে ঘন্টা, এতোটা পথ এভাবে যায়না একা হাঁটা, কিছু বুকভরা হাহাকার সাথেই থাকে, কিছু জীবনকে আঁধার থামিয়ে রাখে.... হেঁটে চলা পথিক আর দাড়িয়ে আমি, যদিও সমান দূরত্বে সরলরেখায় থামি, বহু পুরনো সভ্যতার গায়ে জমা ময়লা, সময়ের সাথে সাথে সব পুড়ে কয়লা, কিছু বুকভরা হাহাকার সাথেই থাকে, কিছু জীবনকে আঁধার থামিয়ে রাখে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।