জোর করে কতক্ষণ আটকে রাখা যায়
গাছের বেড়ে ওঠা। ফুলে ভোমরে সঙ্গম
বাঁধা কী মানে? আমিও বীজ;বীজতলায়
মরুময় উদ্যানে হবে অংকুরোদগম।
তারপর তোমার অস্থিত হবে বিলীন
শ্রাবনে-ভাদ্রে সঙ্গম;আমার জন্মদিন।
জন্ম এবং মৃত্যুর মাঝে কোন সে প্রাচীর
লিখেছে ইতিহাস? ভালোবাসা আর প্রেমে
প্রলয় এনেছে কোন সে বিষাক্ত তীর...
অভুক্ত কে এসেছে উঠে হাটু জলে নেমে।
যতটুকু হারালে যাবেনা আমার সব
উর্বর জমিন চেষে ফলাবো কলরব।
অবশেষে ভালোবেসে প্লাবিত চারদিক
তোমাতেই জন্মাবো সঙ্গমরত পথিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।