আহসান জামান
গভীরে প্রত্যহগতির ত্বকে স্পর্শগুলো
ক্ষণবাস মৃতচোখে ভেসে ওঠে স্মৃতির চাদর
রাতের প্রগাঢ় অন্ধকার ফুঁড়ে, হাতড়ে এসে
বাড়ীর গেটে ডেকে তুলে, ঘুমচোখে
খোলা দরজায়; তুই আর কতরাত জাগবি,
আমার আসতে আজও দেরী হয়!
রঙরেখা আঁকা ছায়াঘর নিবাসী আজও
নিঠুর জোছনায় একেলাপথের
অলি-গলি গুনে গুনে শোকের আতর্নাদে
কেবল ধ্বনির স্বর বাজে হাওয়ার বুদবুদে।
বুনোপাখির কূজন ভোর ডেকে তোলে
সে এক পাথরমানুষ ধাতবকরাতে কাটে আর
রোদপোড়া কয়লায় মিথেনআলেয়ায় ছুটে হয়েছে যাযাবর;
বুভুক্ষু-কফিনে ঘুমায় তার বিষণ্নতা।
গলে যাচ্ছে বরফ, চাপাতা চুষে নেয় জলের স্রোত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।