আমাদের কথা খুঁজে নিন

   

পথিক

আহসান জামান

গোপনে গহীন ছায়াবন পোড়ে শূন্য করতলে; দু'চোখের জলে ভিজে ডোবে শৈশব-নদী। বেদনা; সেতো স্মৃতির সহোদর। যাকিছু চারিপাশ - পাপে একাকার। দু'হাতে করতালি বাজে, বাজে নূপুরের নাচ। মেঘমালায় ভেসেছে ভেলা; পথিক পথহারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।