আমাদের কথা খুঁজে নিন

   

পথিক

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

কারাগারের বন্ধ কপাট খুলে বেড়িয়া আসা সেইসব অন্ধকারের মানুষগুলো চোখ, কান, নাক বুঝে আবারও ছুটে চলে আধারে শুন্যহীনতার মাঝে দাপড়ে বেড়ানো হারানো সব সুখ আবার ফিরে পেতে চায় প্রথম থেকে পাওয়া হয়না; একবার; কল্পনাহীন অতীতের কাছে মিনিত হায়রে পথিক; পথ খুঁজে পেতে তোর এত বাহানা কেন? বাঁধা হাত খুলে ফেল, ঘন নিঃশ্বাসে সহবাস ছেকল বন্দি সহজাত ভ্রাতার হাতে হাজার বছরের পুরনো ফোঁড়ন ভাবিয়ে তোলে আরেকবার; হয়তো কাঁদিয়েও ফেলে নতুন এক স্বপ্নে বিভোর পৃথিবীর দ্বারস্থ হতে পথিক; পথ ভূলে আবারো ছুটে চলে অজানায়! ভাবনার রাজ্য হতে বিতারিত জীবন উষ্ঠা মারে নিত্যদিন প্রহসনের পথে ভাবান্তর ঘটায় আবার; প্রথম থেকে কারন ছাড়াই মাঝ পথে থেমে যায় চলন্ত গাড়িগুলো বরন করতে সেই অযাচিত পথিকের লোম্যকুপ শেষ হয়েও হয়না; আবারো প্রথম থেকে শুরুর বাসনা হায়রে পথিক; পথ খুঁজে পেতে তোর এত বাহানা কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।