আমাদের কথা খুঁজে নিন

   

পথিক



পালিয়ে এসে দাঁড়িয়ে আছি মধ্যপথে দুপুরে রোদে জীবনটাকে এমনি করে পদ্মপাতার জলের মতো নষ্ট করে। কোথায় ছিলে কেমন ছিলে লুকিয়ে থেকে সময়টাকে দিচ্ছ ঠেলে পেছন দিকে এই কথাটা দিব্যি তুমি বলতে পারো হেসে খেলে। আমার মতো ফেরার হলে বুঝতে তুমি জীবনটা যে কষ্ট ভীষণ দুপুর রোদে দাঁড়িয়ে থাকা বৃক্ষসম। ভালোবাসা নষ্ট আশা এই আশাতে যাচ্ছে জীবন কেমন করে বুঝবে তুমি তোমার মতো আমার আশা দুরাশা আজ এই কথাটা বুঝতে আমার সময় গেলো অনেকটা যে। এখন আমি সকাল বিকেল পথ হাঁটি যে একলা ভীষণ আশায় আশায় কখন জানি সূর্য এসে বলবে আমায়- বন্ধু তোমার সামনে দেখো আলোর মিছিল। দুপুর বেলা পেছন দিকে তবু আমি তাকিয়ে দেখি আঁধার ভীষণ আসছে ধেয়ে ডাকছে আমায় ঘুমিয়ে যাবার শীতল সময় দাঁড়িয়ে আছে নাকের ডগার কাছাকাছি। পালিয়ে থাকা মানুষ আমি আলোর মশাল হাতে নিয়ে হাঁটছি তবু একলা পথে এই আশাতে পথ ফুরালে পেয়ে যাবো রাজার আসন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।