একদিন
পথে হাটতে গিয়ে, নরম কিছু একটা পায়ে লাগায় হঠাৎ থমকে দাড়াতে হল।
দেখলাম পড়ে আছে, কোনো দ্রুতগামী গাড়ীর চাকায় পিষ্ট হয়ে যাওয়া একটা বেড়াল।
নিথর দেহ রাস্তায় মিশে গেলেও অদ্ভুদভাবে টিকে আছে তার মাথাটা আর দুটো নির্লিপ্ত চোখ।
আমার মত আর সব ব্যস্ত পথচারির দিকে সে চোখ দুটো দিয়ে যেন বেড়িয়ে আসছে নিঃশব্দ বিচারের দাবী।
যারা প্রতিদিন, প্রতিনিয়ত চারপাশে ঘটে যাওয়া সব অনাচার অবিচার পায়ে মাড়িয়ে গন্তব্যে ছুটে যাই, বোবা বধির আর অন্ধের মত।
এসব উটকো চিন্তা ঝেড়ে ফেলে সেদিনো পাশ কাটিয়ে গেলাম, তাড়া আছে অজুহাতে।
বহুদিন পর
আজ আবার সেই একই রাস্তায় থমকে দাড়াতে হল কিছু মানুষের ভীড় দেখে।
উৎসুক হয়ে সামনে এগিয়ে যেতেই দেখি সেই একিভাবে ঘটে যাওয়া এক দূ্র্ঘটনার দৃশ্য।
তবে এবার কোনো কুকুর বা বেড়াল নয়, পড়ে আছে আমারি স্বজাতীয় একজনের নিথর দেহ।
একিভাবে তারও নির্লীপ্ত দুটো চোখ যেন তাকিয়ে আছে নিঃশব্দ বিচারের দাবী নিয়ে।
এরপর
জানি না কতকাল আমরা পথিকের দল, পথের অনাচার পথে ফেলে গন্তব্যে ছুটে যাবো বোবা, বধির ও অন্ধের মত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।