আমাদের কথা খুঁজে নিন

   

পথিক

স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
প্রখর দুপুরে তৃষিত পথিক পথ চলে অবিরত, এক এক করে গত হয়ে গেছে নদী, মাঠ-ঘাট কত । যুগ যুগ ধরে যোজন পথের মলিন চিহ্ন দেখে, এগিয়ে চলে সে তপ্ত রোদ আর শ্রাবণ বর্ষা মেখে । চারিদিকে তার নর কঙ্কাল ছড়ানো ছিটানো হাড়, ধুলি ধুসরিত পথখানি যেন শান্ত তবু অসাড় । সহসা বক্ষে বুলেট বিঁধল রক্তিম হলো বুক, কত যুগ ধরে পথ চলা শেষে এতেই তো তার সুখ । আকাশের কোণে নিযুত কন্ঠ চিৎকার করে বলে, এস তুমি ফিরে মুক্ত পথিক সত্যের ছায়াতলে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।