আমাদের কথা খুঁজে নিন

   

পথিক

ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ...... মরিবার হল তার সাধ ।

আবার উঠে দাড়াই চোখ রাখি সম্মুখে। সবাই চলে গেছে একা আমি পরে আছি কর্দমাক্ত সময়ের পথে; এ পথ আমার চেনা! চেনা?(!) পথ পথই;চেনা পথ আর অচেনা পথ একই প্রসঙ্গ কাঠামোর মাত্রা। সময় ধ্রুবক। আবেগ ধ্রুবক। রাত কালো ঘোর থেকে ঘোরতর কালো থেকে কালো হয় কালোর কালিমায়!!! আমি পথিক একা পাই না কভু দেখা তবুও গন্তব্য খুঁজে যাই ঘোরতর কালোর জোছনায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।