আমরা সব কিছু বুঝি ঠিকই, কিন্তু করতে পারি না! নগরীতে যেভাবে বাসের ভাড়া বেড়ে চলেছে তাতে করে নগরবাসীর জন্য নগরে চলাচলরত যানবাহনে যাতায়াত করাটা একপ্রকার মুশকিল হয়ে পড়েছে । এরপরও শোনা যাচ্ছে আসন্ন বাজেটে বাসের ভাড়া আরো বাড়বে৷ আসলে বাসের ভাড়া বাড়াটাও অস্বাভাবিক নয়, কারণ বিশ্বে তেলের দামের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশের বাস মালিকদের ব্যবসায় লাভবান হতে হলে তাদের ভাড়া বাড়াতেই হবে । কিন্তু এভাবে বাসের ভাড়া বাড়লে নগরীতে বসবাসরত মধ্যেবিত্ত ও নিম্নবিত্তদের চলাচলে চরমভাবে সমস্যায় পড়তে হয় । কারণ তাদের বেতন তেমন বৃদ্ধি পায় না । একজন মধ্যেবিত্তদের কথা, সারাদিন হারভাঙ্গা পরিশ্রমের ফলে মাসশেষে একটি পয়সাতো জমা করা যায় না, উপরন্তু ধার-দেনা করে চলতে হয় ।
এরপরও চাকুরি স্থলে যেতে হয় রোজগার করতে হয় পরিবারের জন্য দুটো ডালভাত জোগাড় করতে হয় । কি আর করা যায় ৷ উপায় নাই- আমাদের জীবন এমন ভাবেই কেটে যাবে । কোনোদিন সুখ আসবে না । বড়ই হতাশা জীবনে । সকালে অফিসে যেতে বাসে উঠতে গেলে যে একটা যুদ্ধ করতে হয় তা তো ঢাকা শহরে যারা বাস যাতায়াত করে তারা সবাই জানে৷ এত যুদ্ধ করে বাসে ওঠার পর ভাড়া নিয়ে লাগে কন্ট্রাক্টরদের সাথে আরেক যুদ্ধ৷ ওদের ভাড়া যেন প্রতিদিন বাড়ে ৷ সকালে যদি ১২ টাকায় যান তো ফিরতে গেলে সেটা হয়ত ১৫ টাকা হবে৷ আজকে যে ভাড়া ১০ টাকা কাল সেটা হয়ে যাবে ১২ টাকা ।
আর এখনতো বাস স্পর্শ করলেই ৫ টাকা ৷ বাসে আপনি যাতায়াত করেন বা না করেন ৫ টাকা আপনাকে দিতেই হবে ৷ যদি কোন ক্রমে সেই ৫ টাকা আপনি দিতে অস্বিকৃতি জানান তবে যে পরিমাণ আপনাকে গালিগালাজ করা হবে তা হবে বোনাস ৷ টাকা আপনাকে দিতে হবেই ৷ এই হচ্ছে পরিস্থিতি ৷ এর থেকে বাঁচার উপায় হচ্ছে গোপনে একটা মন্ত্র শিখিয়ে দেই তাহলো ---------৷ মন্ত্রটা শেখানোর আগে একটা কথা বলে রাখা ভালো সেটা হলো অবশ্যই কানে কানে বলবেন ৷ কখনোই উচ্চস্বরে বলবেন না ৷ এই মন্ত্রটা বাস্তবিক ভাবে কাজে লাগে কিনা তা প্রমান করার জন্য ৬ জনের একটি গ্রুপ ১৫ দিন যাবত্ রাজধানীতে চলাচলরত বিভিন্ন বাসে ভ্রমন করে প্রমাণ করেছে ৷ তারা ১০০% সাকসেসফুল হয়ে এই মন্ত্রটা জনসাধারনের জন্য উন্মুক্ত করার জন্য আমাদের কাছে নীতিগত ভাবে অনুরোধ করেছে ৷ এবার মন্ত্রটা শিখে নিন---৷ ধরুন আপনি মিরপুর থেকে বাস যোগে মতিঝিল যাবেন৷ মতিঝিল গামী যেকোন বাসে (যেটাতে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন) উঠে পড়ুন ৷ বসার জায়গা থাকলে বসুন আর না থাকলে দাড়িয়ে থাকুন ৷ বাসের কন্ট্রাক্টর ভাড়া চাইতে আসলে তার কানে কানে বলুন গোয়েন্দা নতুবা বলুন এই মুহুর্তে অপারেশনে আছি, তোমর বাসে একজন আসামী আছে ৷ ব্যাস আপনার কাজ হয়ে গেছে, কন্ট্রাক্টর আপনাকে ভূলেও কিছু বলবেনা ৷ তবে হ্যা আপনাদের কে অবশ্যই সুঠামদেহী ও স্মাট হতে হবে, কন্ঠস্বর হতে হবে গাম্ভীর্য, চাহনী হবে চাতক পাখির মতো ৷ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।