আমাদের কথা খুঁজে নিন

   

নগরীতে চলাচলে বাসভাড়া বাঁচানোর, মন্ত্র !!!

আমরা সব কিছু বুঝি ঠিকই, কিন্তু করতে পারি না! নগরীতে যেভাবে বাসের ভাড়া বেড়ে চলেছে তাতে করে নগরবাসীর জন্য নগরে চলাচলরত যানবাহনে যাতায়াত করাটা একপ্রকার মুশকিল হয়ে পড়েছে । এরপরও শোনা যাচ্ছে আসন্ন বাজেটে বাসের ভাড়া আরো বাড়বে৷ আসলে বাসের ভাড়া বাড়াটাও অস্বাভাবিক নয়, কারণ বিশ্বে তেলের দামের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশের বাস মালিকদের ব্যবসায় লাভবান হতে হলে তাদের ভাড়া বাড়াতেই হবে । কিন্তু এভাবে বাসের ভাড়া বাড়লে নগরীতে বসবাসরত মধ্যেবিত্ত ও নিম্নবিত্তদের চলাচলে চরমভাবে সমস্যায় পড়তে হয় । কারণ তাদের বেতন তেমন বৃদ্ধি পায় না । একজন মধ্যেবিত্তদের কথা, সারাদিন হারভাঙ্গা পরিশ্রমের ফলে মাসশেষে একটি পয়সাতো জমা করা যায় না, উপরন্তু ধার-দেনা করে চলতে হয় ।

এরপরও চাকুরি স্থলে যেতে হয় রোজগার করতে হয় পরিবারের জন্য দুটো ডালভাত জোগাড় করতে হয় । কি আর করা যায় ৷ উপায় নাই- আমাদের জীবন এমন ভাবেই কেটে যাবে । কোনোদিন সুখ আসবে না । বড়ই হতাশা জীবনে । সকালে অফিসে যেতে বাসে উঠতে গেলে যে একটা যুদ্ধ করতে হয় তা তো ঢাকা শহরে যারা বাস যাতায়াত করে তারা সবাই জানে৷ এত যুদ্ধ করে বাসে ওঠার পর ভাড়া নিয়ে লাগে কন্ট্রাক্টরদের সাথে আরেক যুদ্ধ৷ ওদের ভাড়া যেন প্রতিদিন বাড়ে ৷ সকালে যদি ১২ টাকায় যান তো ফিরতে গেলে সেটা হয়ত ১৫ টাকা হবে৷ আজকে যে ভাড়া ১০ টাকা কাল সেটা হয়ে যাবে ১২ টাকা ।

আর এখনতো বাস স্পর্শ করলেই ৫ টাকা ৷ বাসে আপনি যাতায়াত করেন বা না করেন ৫ টাকা আপনাকে দিতেই হবে ৷ যদি কোন ক্রমে সেই ৫ টাকা আপনি দিতে অস্বিকৃতি জানান তবে যে পরিমাণ আপনাকে গালিগালাজ করা হবে তা হবে বোনাস ৷ টাকা আপনাকে দিতে হবেই ৷ এই হচ্ছে পরিস্থিতি ৷ এর থেকে বাঁচার উপায় হচ্ছে গোপনে একটা মন্ত্র শিখিয়ে দেই তাহলো ---------৷ মন্ত্রটা শেখানোর আগে একটা কথা বলে রাখা ভালো সেটা হলো অবশ্যই কানে কানে বলবেন ৷ কখনোই উচ্চস্বরে বলবেন না ৷ এই মন্ত্রটা বাস্তবিক ভাবে কাজে লাগে কিনা তা প্রমান করার জন্য ৬ জনের একটি গ্রুপ ১৫ দিন যাবত্‍ রাজধানীতে চলাচলরত বিভিন্ন বাসে ভ্রমন করে প্রমাণ করেছে ৷ তারা ১০০% সাকসেসফুল হয়ে এই মন্ত্রটা জনসাধারনের জন্য উন্মুক্ত করার জন্য আমাদের কাছে নীতিগত ভাবে অনুরোধ করেছে ৷ এবার মন্ত্রটা শিখে নিন---৷ ধরুন আপনি মিরপুর থেকে বাস যোগে মতিঝিল যাবেন৷ মতিঝিল গামী যেকোন বাসে (যেটাতে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন) উঠে পড়ুন ৷ বসার জায়গা থাকলে বসুন আর না থাকলে দাড়িয়ে থাকুন ৷ বাসের কন্ট্রাক্টর ভাড়া চাইতে আসলে তার কানে কানে বলুন গোয়েন্দা নতুবা বলুন এই মুহুর্তে অপারেশনে আছি, তোমর বাসে একজন আসামী আছে ৷ ব্যাস আপনার কাজ হয়ে গেছে, কন্ট্রাক্টর আপনাকে ভূলেও কিছু বলবেনা ৷ তবে হ্যা আপনাদের কে অবশ্যই সুঠামদেহী ও স্মাট হতে হবে, কন্ঠস্বর হতে হবে গাম্ভীর্য, চাহনী হবে চাতক পাখির মতো ৷ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.