আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো সেই দিনের কথা

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি আজকে দুপুরে হঠ্যাৎ করেই পায়ের কাল্ফ মাসল ক্রামপিং করে বসে সহজ বাংলায় যাকে পায়ের রগে টান পড়া বলে। তখন একটা কথা মনে পড়লো ২০০৭ এর বিদায়ি শীতের কোন এক সকালের কথা , সাদা শার্ট ব্লাক প্যান্ট লেদার শু (কলেজ ড্রেস) পইরা হাইটা কলেজমুখি যাইতেছি ৩ জন । এমন টাইম হঠ্যাৎ আমার পায়ের কাল্ফ মাসল ক্রামপিং কইরা বসলো (আগেই বলি আমি এইটার রেগুলার ভিকটিম ) যাই হোক কোন ভাবেই দাড়ায়ে থাকতে পারতেছিলাম নাহ। তার উপর শক্ত সু ফলাফল পায়ের পাতা য়েও ছড়ায়ে গেলো ক্রামপিং । অবস্তা ভালোই খারাপ এমন টাইমে কেউ একজন টান মাইরা আমার সু খুইলা নিয়া বিপুল বিক্রমে আমার পায়ের পাতা , কাল্ফ মাসল দলাই মলাই কইরা আমাকে দাড়ানের উপযোগি কইরা তুললেন।

আর এত সকালে রাস্তায় রিকশাও নাই তেমন। তার মধ্যেও তিনি এগেইন মহা বিক্রমের সাথে একটা রিকশা ম্যানেজ কইরা আমাকে উঠাইয়া দিলো রিকশায়। আমি বাসায় গেলাম ওরা গেলো কলেজে। আজকে দুপুরে যখন একই অবস্থা হইলো তখন মনে হইলো শালার লাইফ কি ছিলাম আর কি আছি এখন। বন্ধুটার কথা মনে পড়লো সবাই ব্যস্ত এখন আমি বসুন্ধরায় সে বনানী ।

মিস করি পুরানা দিন গুলা তোরে মিস করি দোস্ত। আর হা কলেজে কেউ আমার প্রেজেন্ট দিয়া ৬০ টাকা বাচায়ে দিছিলো যদিও এই মহৎ বান্দরটা কে ছিলো জানি নাহ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।