নতুন নতুন কবিতা লিখছি ,বন্ধুরা বলতো কেমন হল : একটি ক্যানভাস পুরোনো,ধুলোবালিতে ভরা একটি ক্যনভাস দেখলে মনে হয় এককালে খুব প্রিয় ছিল কারোর তবে এখন আর নেই পাশের টেবিলে রাখা তুলিতে রঙ লাগানো, শুকিয়ে কাঠ হয়ে গেছে, রঙের বোতলে রঙের বদলে ধুলোর আস্তরই বেশি আর ক্যানভাসটা , আগেই তো বলেছি পুরানো , জরাজির্ণ তবে ভেতরের ছবিটা যেন আজও সতেজ। ছবিটা যেন অক্লান্তভাবে হাসছে মনের মাধুরী মিশিয়ে ক্লান্তহীন হয়ে তেমনিভাবে চুল খুলে বসে আছে যেমনভাবে ছিল , তেমনিভাবে নৌকায় বসে পানি নিয়ে খেলছে যেমনভাবে খেলছিল , তেমনিভাবে কোকড়ানো চুল তার চোখ ঢেকে দিচ্ছে যেমনভাবে দিচ্ছিল , কিন্তু কে এঁকেছে এই ছবি ? কে এঁকেছে এই সুন্দরিতমাকে ? কে এঁকেছে এই নিষ্পাপ , নির্মল চিত্রটি ? সে কোথায় ?সেকি হারিয়ে গেছে? নাকি সে নিরুদ্দেশ হয়েছে চিত্র অসম্পূর্নতার শোকে তার কথা সেই বলতে পারবে তবে তাকে তো ফিরে আসতে হবে সেই কবে থেকে তার অপেক্ষায় , চুল খুলে বসে আছি সেই কবে থেকে তার রঙ মেখে নেব বলে নৌকায় বসে আছি সে আসবে,আমায় জাগাবে আবার সে আমাকে রাঙিয়ে তুলবে তার রঙে আর আমি?... আমি তার সামনে বসে তারই মত জলতরঙ্গের খেলায় মেতে উঠব ঠিক আগের মত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।