প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে
পুরোনো চিঠির ভাঁজে
ভাঁজ রেখে ছিঁড়ে যেতে চায়
পুরোনো চিঠি গুলো।
প্রিয়তম শব্দাবলী
সময়ের কুয়াশায় ঢেকে মুখ
মরুভূমির ধুলির মত মুছে দিতে চায়
দাড়ি, কমা, সেমিকোলন সব কিছু.....
অথচ উষ্ণতা আরো গাঢ় হয়,
ছুঁয়ে যায় আরো গভীর অনুভব
বোধের পুকুরে ঢিল ছোড়ায় যে তরঙ্গ উঠেছিলো একদিন
আজ তার স্পষ্ট ঢেউ এসে লাগে।
চিঠি গুলো আজ আর চিঠি মনে হয়না
মনে হয় সুচতুর শৈল্পিক মাছরাঙা পাখি
বুকের হাওড়ে নেমে এখনো শিকার করে
হৃদয়ের অংশবিশেষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।