আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো কৌতুক।



সামুর নতুন ব্লগারদের জন্য পুরোনো কৌতুক নতুন করে দিলাম। ভাল লাগলে আওয়াজ দিয়েন, ভাল না লাগলে ধুমসে মাইনাস দিয়েন। আমি কইলাম কিচ্ছু মনে লমু না। ১। জ্যোতিষ: আপনার নাভির ঠিক পাশেই একটা লাল জন্মদাগ আছে।

তরুণী: একেবারে ঠিক। জ্যোতিষ: আপনার ডান বুকে আছে দুটো তিল। তরুণী: একদম মিলে যাচ্ছে। জ্যোতিষ: আপনার বাম উরুতে আছে একটা দু'ইঞ্চি লম্বা কাটা দাগ। তরুণী: একেবারে সত্যি।

আপনার কথা এরকম ঠিক ঠিক মিলে যাচ্ছে কি করে? জ্যোতিষ: আপনি আজ কাপড় পরে আসতে ভুলে গেছেন। ২। রুটিন ভিজিটে এসেছেন ডাক্তার। প্রথম রোগিনীর কাছে গেলেন। -আপনার প্রসবের তারিখ কবে পড়েছে? -৮ই মে।

দ্বিতীয় রোগিনীর কাছে গেলেন। -আপনার প্রসবের তারিখ কবে? -৮ই মে। তৃতীয় রোগিনী। -আপনার? -৮ই মে। চতুর্থ রোগিনী ঘুমিয়ে ছিলেন।

ডাক্তার তার পাশের বেডের মহিলাকে বললেন, আপনি কি জানেন ওর তারিখ কবে পড়েছে? -কি করে বলবো? ওতো আমাদের সঙ্গে পিকনিকে যায় নি। ৩। একজন মার্কিন ভদ্রলোক তার সবেমাত্র প্রাপ্তবয়স্ক ছেলেকে উপদেশ দিচ্ছে। পিতা : দেখো, তুমি এখন যুবক হয়েছো। কিন্তু খবরদার, কখনো পতিতালয়ে যাবে না।

ছেলে : কেন বাবা? পিতা : তাহলে তোমার যৌনরোগ হয়ে যেতে পারে। আর তোমার যদি তা হয়, তবে আমাদের পাশের বাড়ির মেয়েটার হয়ে যাবে সেই রোগ। আর ওর হলে আমিও রোগাক্রান্ত হয়ে পড়বো। আমার হলে তোমার মায়ের তো হবেই। আর একবার যদি তোমার মাকে এই রোগ পেয়ে বসে, তাহলে সেটা পুরো শহরে ছড়িয়ে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।