সুন্দর হোক সত্য
সেই পুরোনো দিন
ছিল উচ্ছল ভাবনাহীন।
জীবন ছিল কতো রঙীন
হঠাৎ একদিন সব হলো বর্ণহীন।।
একদিন সুখস্বপন ছিঁড়ে
অস্তিত্ব হলো খাটো
নিজেরই ছায়ায় দাঁড়িয়ে
শুধুই পিছু তাকানো।
কেন যে দিনগুলো হারালো
আক্ষেপ এখনও গেলোনা।
কি কারনে সে চলে গেলো
কখনও তো ভেবে পেলাম না।
পৃথিবী ছিলো সহজ আনন্দ প্রেমময়
হারাবার বেদনা হৃদয় করেছে ক্ষয়।
চারিদিকে ঘিরে আসে স্মৃতি যাতনাময়
শুন্য এ বুক তার পথ চেয়ে রয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।