পরিবর্তনের জন্য লেখালেখি
আমি আগের ঠিকানায় আছি, সময় করে এসো একদিন।
কথায় কথায় বোলো সে কথা।
আগের মত নয়;
নতুন করে , পুরোনো ঠিকানায়
খুঁচিয়ে তুলো আগের সেই ক্ষত।
অপাংক্তেয় করে দিও সেই আগের মত।
আমি আগের ঠিকানায় আছি, সময় করে এসো একদিন।
অসময়ও তো সময় করে আসে!
দারুন আকালও আসে কোন কোন বিকালে
শুধু তোমারই হয় না সময়ের অজুহাত-
শেষ হয় না আজও আমার রক্তপাত।
তবু আমি থাকি প্রতীক্ষায়
একজনকে তো থাকতেই হয় প্রতীক্ষারত...
পুরনো ভালোবাসার মত বদলায়নি আমার পুরনো ঠিকানাও
আমিও কি করে বদলাই যদি আমায় বদলে না দাও!
আমি আগের ঠিকানায়ই আছি, সময় করে এসো একদিন।
( দুটো লাইনের জন্য কৃতজ্ঞতা কারো কাছে )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।