আমাদের কথা খুঁজে নিন

   

জ্যোৎস্নার পিকনিক

ছেলেটার হাতে ছোরা, ছোরা তো নয় কিরিচ দুই দিকে ধার সমান সমান ভয়ানক সে জিনিস ছেলেটার তাক কামিজের নিচে হৃদয় যেখানে থাকে মেয়েটা তখন থরোথরো খোদা ভগবান ডাকে খোদা তো আর মানুষ নন ছুটে আসবেন নিজে মেয়েটা তখন অসহায় পালাবার পথ খোঁজে পালাবে কোথায়, পেছনে তার গভীর খানাখন্দ থমকে গিয়ে মেয়েটা ভাবে- আগে হয়ে নিই অন্ধ একটু দাঁড়াও, মুখ তবে নিই ঢেকে মুক্তবেণী কেশে ছেলেটা তার সায় জানালো হয়তো মুচকি হেসে মেয়েটা যখন মেলে দিলো মেঘকালো চুলগুলি জগৎ জুড়ে ঘনিয়ে এলো সহস্র সাঁঝ গোধূলি হঠাৎ করে নিশীথ এসে বাড়িয়ে দিলো আঁধার বাহু ছেলেটার চোখে ঘুমের ঘুঘু উঠলো ডেকে কুউ কুহু এই সুযোগে সেই যে মেয়ে দুঃসাহসে এগিয়ে গেলো নরম হাতে কিরিচ তুলে ছেলের বুকে বসিয়ে দিলো এমন সময় নীল জ্যোৎস্না বান ডাকলো আকাশ থেকে মেয়েটা তখন একলা ভীষণ জ্যোৎস্নার পিকনিকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।