অচেনা পথে হাটতে চাই অনেক দুর
হৃদয়ের ভেতরের ঝড়ের উন্মাদ নৃত্য
থামবে! থামবে! থামবে! কবে আসবে সেই দিন
হঠাৎ অবাক আকাশ তারাদের দেখা নাই
গাছেদের কথা থেমে গেছে
বাতাসের সাথে আড়ি অনেক আগে
আলোর সাথে দেখা নাই,
মৃত পৃথীবিতে বাস করি
নিঝুম শহরের অস্থিরতা
কেমন জানি হঠাৎ।
কেউ ছিল!!! হ্যা পূর্ণিমার চাঁদ আজো আছে
ভোরের প্রতীক্ষা তার সঙ্গী রাতের দেখা নাই
পৃথীবির বুকে চির উন্মাদনা
ভালবাসার কথা বলা বৃথা
দেয়ালের কাছাকাছি দুটি ঘর
আশা ভরা জীবন সুদূর।
মিটিমিটি চোখে দেখা ধীর স্বপ্ন
মনের কথা কোথায় এখন?
নদীদের গান থেমে গেছে
আমি আছি একাই আছি।
আবার হবে নিশ্চয় হবে
জ্যোৎস্নার স্বপ্ন আবার আসবে
আমার নিথর আকাশ
পূর্ণিমার চাঁদ তুমি জেগে থেকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।