আমাদের কথা খুঁজে নিন

   

হায়েনা? ধুর কি যে কয় না

খবরঃ বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানা সম্প্রতি ফেসবুকে লেখেন- ‘হায়েনা, ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি!!! পারবি না। আমরা বুয়েটের শিক্ষকরা ও সাধারণ ছাত্র-ছাত্রীরা হচ্ছি শিকারী... প্রথমে তোর মাথাতে গুলি করব তারপর তোর পেটে...তারপর মাথা কেটে বুয়েটের গেটের সামনে টানিয়ে রাখব....যাতে আর কোন ‍হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়....’ আর তাতেই হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় জিডি!! একটা গল্প বলি। কয়েকজন লোক এক জায়গা বসে গল্প করছে। হঠাৎ একজন কোন কারনে বলে উঠল- 'শালা চোর একটা!' সঙ্গে সঙ্গে একজন বলে উঠল- আমাকে গালি দিলি কেন? প্রথম জন বলছে- আমি এক চোর কে উদ্দেশ্য করে বলেছি, তোকে তো বলি নি। এবার দ্বিতীয় জন বলছে, তুই যে আমাকেই বলেছিস, তা তো আমি বুঝতে পারছি, কারন আমি ছাড়া এখানের কেউ তো চুরি করে না!! আরও একটা গল্প বলি।

আপনাদের জানা গল্প। দীদার হঠাৎ সন্দেহ হল। সে চিৎকার করে উঠল- ঠাকুর ঘরে কে রে? উত্তর এল রামের কাছ থেকে- দীদা, আমি কলা খাই না!! এর থেকে কি বুঝলেন? এখন আবারও উপরের একটা কথা লিখব- বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানা সম্প্রতি ফেসবুকে লেখেন- ‘হায়েনা, ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি!!! পারবি না। আমরা বুয়েটের শিক্ষকরা ও সাধারণ ছাত্র-ছাত্রীরা হচ্ছি শিকারী... প্রথমে তোর মাথাতে গুলি করব তারপর তোর পেটে...তারপর মাথা কেটে বুয়েটের গেটের সামনে টানিয়ে রাখব....যাতে আর কোন ‍হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়....’ এখানে কোথাও বলা হয় নি, হায়েনাটা কে। কিন্তু জিডি করা হল- এই মর্মে যে হাফিজুর রহমান নাকি হাসিনার প্রাণনাশের হুমকি দিয়েছেন!! তাহলে এবার কি বুঝলেন?? সরকার দেশের মালিক নয়, দেশের জনগনের রক্ষক মাত্র।

সেই রক্ষকই যখন নিরাপত্তা দিতে পারেনা, উল্টো প্রধানমন্ত্রী বলে- 'আমরা কারো বেডরুমের নিরাপত্তা দিতে পারবনা' সেখানে তার বেডরুম প্রহরায় কেন শত শত পুলিশ, র‍্যাব থাকবে? আর একজন শিক্ষক ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তার নামে থানায় জিডি!! জাহাঙ্গীরনগরের শিক্ষকের ৬ মাস জেল!! বাহ, দারুণ ডিজিটাল সরকার!! Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.