আমাদের কথা খুঁজে নিন

   

হায়েনা

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আমার হায়েনাটাকে আমি লুকিয়ে রাখি যথাসম্ভব সযতনে প্রায় পুরোপুরি প্রথমত নিজের কাছ থেকেই কেননা সেটাই সবচেয়ে কার্যকর এরপর আপাত প্রিয় মুখগুলোর কাছ থেকে এরপর চিনপরিচিত মানুষগুলোর কাছ থেকে আর সদ্য পরিচিতরা তো ধারণাও করতে পারেনা আমার দৃষ্টির বিষ তাই মগজে নেচে বেড়ানো ট্যাংগো বা সাম্বার বাঁক ঘেঁটেও তুমি বুঝতে পারবে না আমার নখরের ধার আমার স্থুল বাহুতে গলে গলে পড়ার ভাণ করেও তুমি শুনতে পাবেনা ভেতরের একটু শব্দ বালিশ কথনেও তুমি পাবে এক শোভামন্ডিত কৃষককেই কখনো কেবলই লাঙ্গল কখনো কেবলই কৃষক আমার অভিমানে তুমি বিরক্ত হবে আমার উপেক্ষায় তুমি ক্লান্ত হবে তোমার সমস্তটা শরীরমন আটাদলার মত পিষে পিষে উগরে দিলেও পাবেনা একফোঁটা তথ্য ঘাম আসলে আমি এটাকে উদযাপণ করি তোমরা যতটা ঘৃণা কর, তারচেয়েও অধিক ভালোবাসি নিজেকেও পারিনি এতটা ভালোবাসতে কেননা এই নিজ তোমাদের মতন আমি কখনো চাইনি তোমাদের মত হতে প্রেমিক, একঘেয়ে, সৎ আর বিবেকসম্পন্ন তবুও হায়েনাটাকে আমি লুকিয়ে রাখি ও যেভাবে চায় সেভাবেই দূর্বল, ভয় পাওয়া, বিসদৃশ এবং লোভী অনৈতিক তোমরা যাকে বল, তার পুরোটাই আদিম, অ-নাগরিক, শেকড়হীন ও শ্রেণীহীন সবচেয়ে বেশি; গোত্রহীন এবং এর একটিও নয় আমি যেহেতু হায়েনা তাই আমি হায়েনার ধর্ম বুঝি সেজন্যই লুকিয়ে রাখি আমি তোমাদের বুঝিনা তোমাদের বুঝলেও কিছু এসে যায়না আমি হায়েনাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে তাই তো আমরা পরস্পরকে আগলে রাখি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.