আমাদের কথা খুঁজে নিন

   

মহাজাগতিক রঙ্গ

। । মহাশূন্যে মাধ্যাকর্ষণ বল থাকেনা । তাই মহাশূন্যে কান্দাকাটি করলে চোখের পানি গড়ায় পরবেনা । মহাশূন্যে কোন মাধ্যমও নেই তাই ভ্যাঁ করি কান্দি দিলেও কেউ টের পাবে না ।

কাজেই মহাশূন্যে কান্নাকাটি করারা কোন বাস্তবিক লাভ নাই । . . মহাশূন্যের আর একটা ঘটনা হইল এইখানে যদি হিসু করা হয় , তাইলে হিসু গুলা একটা বেশ সুন্দর সরলরেখা তৈয়ার করবে !! নিউটন সাহেবের গতিবিষয়ক সূত্রাবলীর তৃতীয় সূত্রানুষারে , যিনি মূত্রবিসর্জন দিবেন তিনি মূত্রের বেগের সমান এবং বিপরীতমুখী বেগে পিছনের দিকে সরিয়া যাইবেন । . এটা সত্য যে মহাশূন্যে কোন মাধ্যম , মাধ্যাকর্ষণ নাই । একই সাথে এটাও সত্য যে মহাশূন্যে নানা প্রকার বিকিরন আছে যা মানব দেহের জন্য ক্ষতিকারক । কাজেই নির্ধারিত স্পেস স্যুটের বাইরে মূত্রনিঃস্বারক অঙ্গ বাইর করিয়া হিসু করা বুদ্ধিমানের কর্ম নহে ।

এতে উহার সুনির্দিষ্ট ক্ষতিসাধন হইতে পারে এবং যার কি না সুদূরপ্রসারি প্রভাব বিদ্যমান !! . সুতরাং,,,,,, You have been warned !!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।