মহাজাগতিক স্কেলে দুরত্ব পরিমাপের জন্যে আমাদের দৈনন্দিন জীবনের মাইল, কিলোমিটার খুবই ছোট একটা একক। এজন্যে বড় মাপের স্কেল ব্যবহার করা হয়, যেমন লাইট ইয়ার, এ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এরকম আরেকটি মহাজাগতিক একক হচ্ছে পারসেক (Parsec, সংক্ষেপে pc )।
১ পারসেক = ৩.২৬১৫৬ লাইট ইয়ার = ১৯,১৭৪,০০০,০০০,০০০ মাইল।
১ কিলোপারসেক, kpc = ১০০০ পারসেক।
১ মেগাপারসেক, Mpc = ১০০০ কিলোপারসেক।
১ গিগাপারসেক, Gpc = ১০০০ মেগাপারসেক।
পারসেক কিভাবে গণনা করা হয়েছে?
পারসেক এর মান হঠাৎ করে বসানে হয় নাই। একটি গণণা করে এর মান বের করা হয়েছে। নীচের ছবিটি দেখুন-
চিত্রটিতে E হচ্ছে পৃথিবী (Earth), S হচ্ছে সূর্য (Sun) আর D মহাশুন্যে কোন বিন্দু।
কোন ESD একটি সমকোন বা ৯০ ডিগ্রী কোন। আর কোন EDS এর পরিমাণ হচ্ছে ১ আর্কসেকেন্ড বা ১/৩৬০০ ডিগ্রী।
এখন DS দূরত্বটাই ১ পারসেক এর সমান।
সৌরজগতের নিকটবর্তী নক্ষত্র আলফাসেঞ্চুরী পৃথিবী থেকে প্রায় ১.২৯ পারসেক দুরে অবস্থিত। আমাদের নক্ষত্রপূঞ্জ (গ্যালাক্সী) ছায়াপথ বা মিল্কিওয়ের কেন্দ্র পৃথিবী থেকে ৮ কিলোপারসেক (kpc) দুরে রয়েছে।
পৃথিবী থেকে মিল্কিওয়ের নিকটবর্তী এ্যান্ড্রোমিডা গ্যালাক্সীর দুরত্ব প্রায় ৮০০ কিলোপারসেক।
দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় 14 গিগাপারসেক, Gpc যা ৯৩ বিলিয়ন লাইট ইয়ার এর সমতুল্য।
আরও জানুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।