আমাদের কথা খুঁজে নিন

   

মহাজাগতিক ভালবাসা

sottovasi............. হিমাদ্রী রেহান সৃষ্টিকর্তার পৃথিবীর এই অবিনাশী শরীর এত সুন্দর করে চিনব, আমি ভাবতেও পারিনি ! চেতনার গলিপথে হারিয়ে যাই বুঝতে শিখি যখন... অরণ্য আর সভ্যতার ভেদাভেদ খুঁজি মানবীয় আচরণে , ধন্যবাদ বিধাতা; এইসব বিচিত্র চরিত্রের কি অপরুপ (!) চিত্রায়ন ॥ নাগরিক সমাজের বক্ষ ভেদ করে যাই এপিঠ ওপিঠ মনোহারী গাড়ির চাকায় দারিদ্রকে পিষ্ট করে; প্লাষ্টিক ইমালশন করা মুখ-গুলো সব অভিনব শিষ্টাচারে অশোভন ভদ্রতায় প্রতিযোগী, যেন মাংসাসী চতুষ্পদ; সেই মাংসের খেলা শেষেও উচ্ছিষ্ট খেয়ে মানুষ (!) হয়েছি আমি জেনেছি অভাবনীয় প্রাচুর্যের কত জঘন্য প্রয়োজন ॥ হাইড্র্যান্ট খুলে উন্মত্ত পৈশাচিকতার স্বাদ নিয়ে----- নারী পুরুষের এইসব ছলাকলায় মিশে গেলাম অনুষঙ্গ হয়ে; তবু স্মৃতি ও কথা বলে -শুব্ধ প্রেম ছিল এক, সৃজনী হৃদয়ে.... আজ সময়ের প্রয়োজন মিটিয়ে সাক্ষী হলাম অবজ্ঞা-করুণা আর কথিত ! ভালবাসার দেখালে বিধাতা; পবিত্র (!)ভালবাসার কি অদ্ভুত আয়োজন ॥ শান্তি’র লক্ষ্যে ঘোষিত যুব্ধ আর দুর্বলে শক্তিমানের নির্লজ্জ অবদমন, বিধাতার রুষ্ট প্রতিঘাতে সৃষ্ট দুর্যোগেও নিক্ষিপ্ত থেকে দেখেছি তোমাদের সভ্যতায় ক্ষুধা ও মৃত্যুর কি অপূর্ব সম্মিলন ! সেই ভালবাসার গালে চপেটাঘাত করে, নিরাশ্রিতের স্বজন-সম্ভ্রম হারানোর হাহাকার। তবুও চলছে এক নিয়মেই জাগতিক সভ্যতা.... আর নিরব দর্শকের ভূমিকায় মহাজাগতিক ভালবাসা ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।