আমাদের কথা খুঁজে নিন

   

বহমান ইতিকথা

পুণ্যি দীঘির রঙিন মাছ সাঁতার হারিয়ে গেল পাপাচারে, জলবতি ঝর্ণা গেল শুকিয়ে । আমার শৈশব সুন্দর সময় কেমন কেড়ে নিয়ে যায় অনাচারি লাঠিয়াল!কিছুই দেখাতে পারিনি- আমার সন্তান তোমাদের মায়াবতি ঘাস ফড়িং, সুগন্ধি ধানের গোলা, অশ্বথ বারান্দা, রূপালি মাছের চমক, বনেদী যৌথমায়া। সরীসৃপ চলন, বিষের ফনা ছুঁড়ে দেয় ভাঙ্গনের নীলবিষ, কেড়ে নেয় অনাবিল ভালোবাসা, আত্মার বিশ্বাস। অযুত সময়ের পথ বেয়ে গড়ে উঠা ইতিহাস নথি- ছিড়ে ফেলে হিংস্র নখর। ম্লান ছিন্ন মনে ডুকরে উঠে মানুষ, অসহায় নিরবতায় সব হারানোর বেদনায়। বুকের অতলে জমানো মুক্তদানা খুলে দিব পৃথিবীর পথে গড়িয়ে যাবে দ্যূতি ঝরিয়ে পথে, ভয় পেয়োনা; হয়ত বা নেই সেই সাজান বাগান, তবু রয়ে গেছে সেই স্মৃতি অম্লান হৃদয়ের ভাজে ভাজে তোমাদের চোখে মেলে দিব পেছনের সীমানা তার পথ বেয়ে গড়ে তুলো ভালোবাসার আগামী পৃথিবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।