প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
বহমান সময়ের চাল
[শাফিক আফতাব]
সকল দায় মিটে গেছে__লুটে গেছে জীবনের সঞ্চয়
নদীরা মরে গেছে__সরে গেছে জীবনের সাধ
বিবর্ণ হয়ে গেছে আকাশ__ভারি হয়েছে বাতাস, ক্ষয়
শান্তি নেই__মনকে দেবো প্রবোধ।
একটু শান্তির জন্য, দুবেলা দুমুঠো ভাতের জন্য__হন্য হয়ে ঘুরেছি শহরের পথ
এতুটুকু স্বার্থের জন্য বন্য হইনি, কারো পাতের কাড়িনি ভাত
কারো পাকাধানে দেইনি মই__কারো প্রপাতে ভাসাই দেহ, হাত
সারাটি জীবন আলিঙ্গন করেছি সুন্দর সৎ।
সারাটি জীবন আমি মানবতার কাছে হার মেনে চলেছি
পাশাবিকতার ছোবলে ছিঁড়ে গেছে জামা
মানুষ লণ্ডভণ্ড করে দিয়ে গেছে__চুরি করেছে একমাত্র সম্বল পাজামা
আমি কতবার বাঁচতে চেয়ে মরেছি।
একী সমাজ, দেশ, একী বিদগ্ধজনের কার্যকলাপ, একী নীতি আর নিয়মের ফিরিস্তি
মানুষের দায় নেই, ভয় নেই, চারপাশে লুটেরা, তোষামুদে, কামুক আর অলিক প্রীতি।
১৯.১২.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।