আমাদের কথা খুঁজে নিন

   

বহমান ক্ল্যাসিফিকেশন

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..

সময়ের অস্থির পথ চলা-নিষেধ প্রবেশে নিয়ে যায় বহুদূর - বহুদূরের পথে যখন ক্লান্ত পথ নি:সংগ সহচর নিজের দিকে কথা কয় অন্তহিন নি:শ্বাসে সিনেগগে ঘন্টার ডং ডং গির্জার নি:শব্দ সহমরন ঔই যে মুয়াজ্জেন গায় আজানের সুরে প্রাগঐতিহাসিক মন্দির নিথর নি:শ্বাসে প্যাগোডার ভিক্খু তপ্ত সাইরেনে রমনীর চুলের আলগা বাতাসে মানবতার ধ্বনি মাঝে নি:স্ব মানবে চ্য কিংবা ম্যন্ডেলার তপ্ত নিকশ অন্ধকারে পরাধিন মানবতা আর এক মুস্টি চালের মাঝে ঘন্টা বাজে ডং ডং,.নি:শব্দ প্রার্থনা সহমরন মন্দির অশৌচে আর মুয়াজ্জিনের সাইরেনে বন্দি মানবতা কোরান কিংবা তালেবানে রক্ত চাপা শিশুর লাশ বাইবেল কিংবা যিশুর ক্রসে নবজাতক কাঁদে , বেদে কিংবা গীতাতে অধিকার চাপা গৌতমের ত্রিপিটকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।