আমাদের কথা খুঁজে নিন

   

বহমান ...

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

বহমান সময় ধরে চলতে থাকা পিছুটান কলার খামচে ধরে। উদ্দামতা, উন্মত্ততায় কিছু খুঁজে না পেয়ে- জীর্ণ শার্ট যখন আনন্দ পায় নির্জনতায় পায় বিশালতার বিশাল স্বাদ, তখন হ্যাঙারে ঝুলানো cat’s eye মুচকি হাসে জীর্ণতার পাগলামিতে। হেসে কুটিকুটি হয় ... ছিন্ন পোশাককে একঘরে করে হুইস্কির পেগ তুলে নেয় Men’z Club. জমাটি আড্ডায় এক কোণে মাথা ঠুঁকতে থাকে বহমান সময় ধরে চলতে থাকা ধুকধুকানি। ব্যর্থ কাধে আশার ব্যাগ নিয়ে লাইটপোস্টের আলোয় পিচের ফাঁকে রঙের অন্বেষণ... খেয়াল হয় হঠাৎ, রংগুলো আজ বিলীন! সমস্ত রং ব্যাগে আটকে পথ ধরে চলা ... রং ছড়ানোর আশায় ক্যানভাস বুকে চেপে, এক বুক স্রোতময় স্বপ্ন নিয়ে, বহমান সময় ধরে চলতে থাকে নি:সঙ্গতা, চলতে থাকে জীবন।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।