আমাদের কথা খুঁজে নিন

   

বহমান আমি

"আমার কাছে ভালোবাসা অমাবস্যার ঘোর অন্ধকারে শ্মশানে এক চিলতে আলোর চেয়েও বেশি নিরাপদ।"

আগে ছিলাম ছোট্ট খুকি ছোট্ট ছিলো স্বপ্ন, সারাটা দিন সকাল-বিকাল আত্ম খেলায় মগ্ন। দুষ্টু মেয়ের দস্যিপনা মায়ের মেজাজ তপ্ত, বাবার কাছে একটু আদর সাতার কাটা রপ্ত! তপ্ত দুপুর নীবিড় যখন মায়ের কোলে ঘুমিয়ে তখন, রূপকথারি ডালিম কুমার সোনার কাঠি নাড়ত। মন ভালো নেই, জান্‌লা খুলে তাকিয়ে থাকা, কষ্ট ভুলে অনেক দূরের বিষণ্ন মেঘ কান্না করে ফুলে ফুলে। মন ভালো হোক, স্বপ্ন সাজাই গহীন মনের বেহালা বাজাই হৃদয় খুঁড়ে হৃদয় গড়ি শক্ত মুঠোয় হালটা ধরি। দিগন্তে আজ উন্মাদনা উল্লসিত মেঘের দল, ভাবছি কেমন কাটবে আমার ভবিষ্যতের সব সকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।