আমাদের কথা খুঁজে নিন

   

এ আমার ব্যর্থতা নয়

মনের মাঝে অনেক কথা ; জমাট বাঁধা আমায় কুঁড়ে কুঁড়ে খায়; আমি কবিতা লিখি না, হায় ! টুকরো টুকরো বরফ কুচি - গলে গলে কবিতা হয় ।। এক দিন তোমরাও গলবে ভালবাসাতে , , ভাল বাসতে , , সে কথা বলে যায় ।। সাজ্জাদ ফরাজী ~~~// এ আমার ব্যর্থতা নয় \\~~~ আজকের সকাল তেমন কিছুই দিতে পারেনি আমাকে নতুন কোন সুর নতুন কোন গান, একটি কবিতা , এক গুচ্ছ শব্দ অথবা একটি মাত্র শব্দ আমি পাইনি ! এ আমার ব্যর্থতা নয় । তুমি অনেক দিয়েছ , , , মুঠো মুঠো শিমূল বকুল লেবু পাতার সুবাস বর্ষার প্রথম কদম চতর্দশী চাঁদ বৃষ্টিস্নাত রাত ভোরের আগমনী গান সন্ধ্যা ঘনিয়ে আসার উদ্বেগ অনেক কিছুই; না চেয়েও অনেক পেয়েছি , , , বিস্তৃত ফসলের মাঠ সাত রঙ্গা আকাশ উড়াল মন, স্বপ্নের বসবাস বেঁচে থাকার প্রবল ইচ্ছে অস্তির্তের লড়াই অপেক্ষায় থাকার অনুমতি পরাজয়ের সম্মতি অনেক কিছুই; এমন অনেক পাওয়ার পর বোধ হয়, পাওয়ার আর কিছু থাকে না ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।