জীবন যখন যেখানে যেমন
ইচ্ছে ছিল, তোমায় ছুঁয়ে ভালবাসার পরশ নিয়ে
ছন্দে ছন্দে মৃদু দুলে,ভালবাসার গানের সুরে,
তোমার চোখে হারিয়ে যেতে।
তোমার হাতে হাত রেখে অজানা কোন নদীর বাঁকে,
আবির মাখা গোধূলিক্ষণে দূর দিগন্তে পাহাড়ের ঢালে,
ধীরে ধীরে হারিয়ে যেতে দেখব,অস্তমিত সূর্যকে ।
আকাশ জুড়ে যখন নামবে আঁধার,
কিছু কিছু তারা জ্বলবে মিটমিট করে,
তখন এক ফালি চাঁদ হবে সঙ্গী
আমাদের ভালোবাসার।
চাঁদের আলোর মোহনীয়তায়
রইবে স্বর্গীয় আবেগের ছোঁয়া।
যতটা কাছে থাকলে,
নিঃশ্বাসের স্পর্শ অনুভব করা যায়,
তোমার ঠিক ততোটা কাছে থাকবো আমি।
তোমার নিঃশ্বাসের প্রতিটি স্পর্শে,
আমি হবো শিহরিত।
অদ্ভুত ভাল লাগবে আমার,
সেই শিহরণ।
নাম না জানা ফুলের গন্ধের মাদকতায়,
ভরে থাকবে চারিপাশ।
তোমার নিঃশ্বাসের স্পর্শ আর ফুলের গন্ধের মাদকতা,
এ যেন আমার কাছে এক অমৃত পাওয়া,
কল্পনা থেকে বাস্তবে আসা পর্যন্ত যার অস্তিত্ব।
যখন সময় ছিল,কোন কথা হয়নি বলা,
তাই আজ কল্পনাতেই তোমায় আঁকা।
তোমায় পেতে পারতাম.... পাইনি,
সেও হয়ত আমারই ব্যার্থতা।
****************
( গুছিয়ে লিখতে না পারাটাও আমার একটা বড় ব্যর্থতা.....
মনের মত গুছিয়ে লিখতে পারিনা কখনো...... )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।