দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
রোদের আলোয় নিয়ে চলো ওকে
তারই একটু ছোঁয়ায় ভাঙ্গতো ওর ঘুম
যখন ও ছিল বাড়িতে, ওর কানে কানে বলতো
কাজ রয়েছে পড়ে --মাঠে, শেষ হয়নি বোনা।
সুর্য বরাবরই জাগিয়েছে ওকে ,
আজও সকালে, যখনও ঝরেনি বৃষ্টি।
যদি কোন জাদু থাকে ওকে জাগানোর
আদ্যিকালের সূর্যটাই তা জানে।
ভেবে দ্যাখো কেমন করে জাগায় ও অংকুর
কেমন করে জাগিয়েছিল একদিন,
এক হিমশীতল নক্ষত্রের মৃত্তিকাস্তুপ।
অঙ্গপ্রত্যঙ্গ, এত আদরে গড়া-দুটি দেহপাশ
পূর্ণয়ত, উষ্ম কি এখনো-নড়ছে না একটুও ?
দিনে দিনে বেড়ে-ওঠা মস্ত ঐ দেহটার এই কি পরিনাম?
হায়, তবে কেনই বা ঐ নির্বোধ সোনালী আলোক
মাথা খুঁড়ে ঘুম ভাঙ্গিয়েছিল পৃথিবীর ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।