আমাদের কথা খুঁজে নিন

   

ব্যর্থতা

তেরোর ব্লগ মানেই হাবিজাবি !!

রাত বাজে ১১.৪৫। ঠিক ১২ টার দিকেই কাজটা সেরে ফেলতে হবে। আজ আমাকে পারতেই হবে। চেয়ারটা টেনে টেবিলের কাছে বসলাম। দপ করে বাতিটি নিভে গেলো।

ভালোই হলো । এই অন্ধকারই আমার দরকার ছিল। ড্রয়ার খুলে প্রায় শেষ হয়ে যাওয়া মোমবাতিটি বের করে জ্বালালাম। শিখাটি কেঁপে উঠলো। কেঁপে কেঁপে আমাকে কি বুঝাতে চাচ্ছে সে ? আমাকে উৎসাহ দিচ্ছে নাকি নিরুৎসাহ দিচ্ছে ? নাহ এত ভাবার সময় নেই।

কাঁপা কাঁপা হাতে ধারালো ব্লেডটা বের করলাম। মোমবাতির আলোয় তা ঝলসে উঠলো। ক্রুর হাসি দিয়ে সে যেনো বলতে চাচ্ছে, “ আমি তৃষ্ণার্ত !! আমাকে রক্ত দাও !! আজ আমি রক্তস্নান করবো”। নাহ ওকে আশাহত করা যাবে না। সবাইকেই তো আশাহত করে চলেছি।

আর কত ??!!! দর দর করে ঘামছি। হৃদপিন্ডটা যেনো লাফাচ্ছে । আমি এত মানসিকভাবে দূর্বল কেনো ? ছিঃ !!! ডান হাতে ব্লেড টা ধরে বাম হাতের কব্জির দিকে এগোচ্ছি । আমি সবকিছু ঝাপসা দেখছি কেনো ? নাহ...শক্ত হতে হবে। চোখ মুছে নিলাম।

কপাল ভিজে গেছে ঘামে। নাকের ডগা দিয়ে টপ করে ঘাম পড়লো। নাহ সময় বেশি নেই । কাজটা করে ফেলতেই হবে । এই অন্ধাকার রাত্রে এই আমার অন্ধকার পথের আরেক যাত্রা শুরু হবে ।

এই পথের কোনো ফেরা নেই। কেনো জানি খুব আগের কথা গুলো মনে পড়ছে । হঠাৎ মা এর কথা মনে পড়ছে কেনো ? তাকে তো কম কষ্ট দেই নি ! সেই ছোটবেলায় আমি যখন পড়তাম আর মা খাইয়ে দিত। বার বার কেনো তা মনে পড়ছে। উফফ......... হঠাৎ দেয়ালের উপর টিকটিকির টিক টিক শব্দে আমি বর্তমানে ফিরে আসলাম।

সেও যেনো আমাকে ধিক্কার দিচ্ছে । মনে করিয়ে দিচ্ছে সময় চলে আসছে বন্ধু । ভুলে যাও সব । ভাবলাম ঠিকই তো আর ভেবে কি হবে ? কিছুই তো আর নিজের হাতে নেই। সব নিজে ধ্বংস করে দিয়েছি।

নাহ... আবার ব্লেডটা তুলে নিলাম। ব্লেডটি আবার হেসে উঠলো। আমিও হেসে উঠলাম। আবার কারো কথা মনে পড়লো। সেই মানুষটার কথা ? তাকেও তো কষ্ট দিয়েছি।

আমার কোনো অধিকার নেই তার কথা ভাবার। দান দান তিন দান। এইবার পারতেই হবে। ব্লেডটি তুলে নিলাম। ১২ টা বেজে গেলো ।

রাস্তার ঘড়িটি ঢং ঢং করে উঠলো। হাতটা কেঁপে উঠে ব্লেডটি হাত থেকে পড়ে গেলো। টেবিলের নিচে অন্ধকার গহবরে হারিয়ে যাওয়ার আগে যেনো আমাকে ধিক্কার দিয়ে গেলো। স্পষ্ট দেখতে পেলাম। প্রায় শেষ হয়ে যাওয়া মোমবাতিটির শিখাটি শেষবারে মত কেঁপে উঠে নিভে গেলো ।

অন্ধকারে আমি বসে রইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।