নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা!
আমাকে বাতাসের ভীড়ে লুকিয়ে
ডানার ছায়া ফেলে উড়ে যায় উদাসীন পাখি।
ছায়ার নিঃশ্বাস থেকে জন্ম নেয় ভেজা ভেজা মেঘ,
নীল নীল মেঘ আমার শূন্যতা।
হারানো মায়া ও শূন্যতা থেকে জন্ম নেয়
মহাকালের বার্তা,
নবীন পৃথিবীতে শুরু হয় ঢেউয়ের নিনাদ।
শত মুখের আবিলে আমাকে রেখে
হেঁটে যায় দৃশ্যের পা,
আর ঢেউয়ের নূপুরে বেজে ওঠে
আমার ব্যর্থতা - আমার জীবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।