দুর্বার প্রতিক
আমার প্রতিটা সফলতা আমাকে উদ্ধত করে, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ না করে আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে চরমভাবে অকৃতজ্ঞ করে তোলে :- অপরদিকে আমার প্রতিটা ব্যর্থতা / অসফলতা আমাকে প্রথমে ভীত করে তুলে , রিজিকের ভয় আনিয়ে দেয়, অন্যের দারস্থ করে এবং পরিশেষে রিজিকের কুলকিনারা না পেয়ে স্রষ্ঠার কাছে নিজেকে সমর্পণ করে দিতে বাধ্য করে ।
হয়তো তাই :- এই দুনিয়াতে আমিই প্রথম হতে যাচ্ছি যে, এই জীবনে বার বার দুনিয়াবী ব্যর্থতার প্রার্থনা করতে যাচ্ছে (সার্বক্ষনিকভাবে আল্লাহর কাছে আকুতি করার সৌভাগ্য কয়জনের হয়, যদি আমরা বুঝতাম !!!) ।
আমার জীবনের সাথে বার বার এটা মিলে যায় , আজও তার ব্যাতিক্রম হলো না br />
“মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকতে শুরু করে, এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নেয়ামত দান করি, তখন সে বলে- আমার জ্ঞান-গরীমার বদৌলতেই আমাকে তা দেয়া হয়েছে। অথচ এটা একটা পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না।” [সূরা আয-যুমার ৪৯]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।