হে মোর ব্যর্থতা ক্ষমো মোরে- অপূর্ণ যত জীবনের লতিকায়, ভ্রান্তির বঞ্চনা যত' বৃক্ষ হয়ে নাও। আর মুক্তি দাও, দাও মুক্তি নিজেরে শুধাইবার তরে। বিস্মৃত-বিকলাঙ্গ অতীত করো দূর, সত্যামৃত ঢালো কন্ঠে, বজ্রাঘাত হানো বক্ষে। যাক বাধা যত ছিল যাক দূরে ছিন্নবীণা উঠুক জেগে বাজুক নতুন সুরে। শুদ্ধ হবো আজি তোমার ছোঁয়ায়, হে মোর ব্যর্থতা ক্ষমো মোরে। ঁঁঁ পেজ এ্যাডমিন ঁঁঁ ভাল যদি নাই বাসলে, ভালবাসতে কেন শেখালে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।