আমাদের কথা খুঁজে নিন

   

ব্যর্থতা



কষ্ট, অনেক কষ্ট। মানুষ বলেই হয়ত এটা স্বাভাবিক। আবার হয়ত অনেকটা বিব্রতকরও, অনেক সময় কষ্ট নিজেই কামনা করি, কারণ এরপর সুখের দিশা পেতে পারি। হয়ত নাও পেতে পারি, কারণ নিজে ডেকে আনা বিপদ স্থায়ী হয়, নিজের ভিতর লুকিয়ে রাখা কষ্ট ব্যক্ত করতে আজ ভয় হয়। হবার কথাই, আমি তো অপদার্থ, আমার দুঃখ কে দেখবে? সবাইকে কষ্ট দিতে দিতে, নিজের আপনজনরাও আজ ক্ষিপ্ত, আচ্ছা আমার কি করা উচিৎ? আমি কেনো মানুষকে আপন মনে করি? আসলেই তো সে আমার আপন, অতি আপন, তারপরও নিজের ব্যর্থতার ফলে ভালোও খারাপ করে ফেলি।

সঠিক কে বেঠিকভাবে উপস্থাপন করাটা কি যোগ্যতা নাকি ব্যর্থতা? ব্যর্থতাই হবে কারণ অথর্ব মানুষ কোন কিছুই ঠিক করতে পারে না। পারে কেবল নষ্ট করতে, আজ আমি তাই করলাম। যা আমার জীবনের আরেকটা অভিষাপ। সদা চাই মহান রব তোমার কাছে ক্ষমা, তবুও করি পাপ। হক নষ্ট করি খোদা তোমার, আর সকল বান্দার।

তুমি করো মাফ, বান্দার কাছে ক্ষমা চাওয়াও কঠিন। পাথর গলে, গলে না মন তার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।