শুধু দেখব আর শিখব ক্লান্ত ঘুমের আলতো পরশে জেগে থাকা রাত যেথা স্তব্ধ সময় বয়ে চলে, সেথা নিষিদ্ধ স্বপ্নগুলো পায় বেড়ে উঠার আশ্রয়। তবু ভদ্রতার বেড়াজালে অনবরত কাঁদে মনের গহিনে থাকা লুপ্ত বিশ্বাস, আর হতাশায় জেগে উঠে নিষিদ্ধ প্রশ্রয় । নিদ্রাহীন মনুষ্যত্ব ছিড়ে বেরিয়ে আসে চিত্তের ক্ষুব্ধ আবেগ তবু, প্রবঞ্চনায় কেঁদে মরে নির্বাক বিবেক, চেতনা হারায় আপন গন্তব্যের দিশা মনের পরিণত জড়তায় রচে কালিমার নিশা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।