আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখগুলো হা্ওয়ায় ওড়াই

শাফিক আফতাব----------- আর কোনো দুঃখ নেই কেনোনা দুঃখগুলো পেয়ারার মতোন চিবিয়ে খেতে শিখেছি। এখন কেউ যদি আমাকে দুঃখ দেয় আমি সেটাকে চুরুটের মতোন দুটানেই শেষ করে ফেলি কিংবা ভিটামিন এ ক্যাপসুলের মতোন গিলে খাই না হয় পানিতে শরবত বানিয়ে চুমুকেই কাবার করে ফেলি। তুমি কিসের ভয় দেখাও আমাকে , দুঃখ দেবে ? দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের ? ব্যাঙের আবার সর্দি ! ইদানিং আমার হজম শক্তি প্রখর, আমি লোহা খেয়ে হজম করতে পারি আর দুঃখ ? এতো নিমিষেই আমি হজম করে হাওয়ায় উড়িয়ে দেই তারপর ঝিনুকের প্রদাহ প্রশমিত হলে দীর্ঘ এক ঘুমে রাত্রি পার। আমাকে তোমরা দুঃখ দেবে, দাও ; আমি ভিটামিন এ ক্যাপসুলের মতোন গিলে গিলে খাবো। ৩০.৬.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.