আই লাভ মাইসেল্ফ
এক ডজন রুবাইয়াত
১. নিশির্শন
বন্যমেলা রাতপ্রহরী কথায় আঁকো রেখা
দোজাহানের বেশ্যাকবি তোমার কাছে শেখা
ক্লাস্টেরেতে শান্তি ভরা; রোদন ভরা মায়ায়
দুঃখগুলো হয় পতিতা কবির কাছে শেখা।
২. তোমার মতো, প্রিয়তা
স্বপ্ন দেখি মন উতোলা বেশ্যাভাবী প্রহর
প্রেমের বলি ভালোবাসা কিনেছি এক শহর
জীবন মায়ায় শহর ঘুরে শহর দিলাম তোরে
স্বপ্ন উধাও তার অতোলে আমার বুকে কহর।
৩. নৈশপ্রেম ইকুয়েল ইজ নাথিং
কবিতারা খেয়াল খুশি হাঁটেন আপন মনে
নাব্য নদী যায়না রাখা সস্তা প্রহসনে
হচ্ছেনা প্রেম বিক্রিতে তাই লাগাম টানো জোরে
নদী-মেয়ে ঝলসানো ভয় ভঙ্গ দেলো রনে।
৪. ঝলসানো মেঘ
মোনালিসা খেয়াল ছাড়া কাপুরুষের ফ্যান
দোজাহানের অভিজ্ঞতা বিক্রি করে দ্যান
বিক্রিতে শে বান্ধা রাখেন যা খুশি তা সব
অপরূপা বিলিয়ে দ্যান অনাঘ্রাত হাইমেন!
৫. দর্পনসু
অভিজ্ঞতার শুন্য ঘরে বিক্রি করে মন
ষোলকলা পূর্ণ করেন বিদায় বেলায় পণ-
বৈশাখী পণ খেয়াল শুন্য মন মেতেছে যার
হারিয়ে হাসেন বোকা শে; ফেরানো ধন।
৬. খেলাপী জল
সুর তুলেছে সুর তুলেছে অষ্টরবির মন
অপূর্ণতা মাতিয়ে রয় হৃদয় ভাঙ্গা ক্ষণ
কামুক নারী নিলাম করে বিজ্ঞাপনী সুর
অভিসারে গোপন রবে নিলামকারী ধন।
৭. অনুর্ণনা
সোনালী সুর বর্ণালী মেঘ আঁধার রাতে পেয়ে
কষ্ট ফসিল বান্ধা রাখে এমনি আজব মেয়ে
মেয়ের মেলা সাঙ্গ হবে রঙ ফুরানো শেষে
রঙিন রাখে ছয়টি প্রহর আকাশ-কুসুম খেয়ে।
৮. কবিতাসেন
কবিতা হয় বীর্য থেকে সঞ্জিবনী ফুল
উড়িয়ে দ্যায় কল্পলোকের মনোহরী দুল
তেলেস্মাতি নারীর আসর ছোঁয়াছুয়ি সুর
কবিতা কি নারীর উরু, নারীর এলো চুল!
৯. কচুপাতার কল
রঙিন সুতোয় বিনি কাটে হাইমেন ছেড়া মন
তোর-ই জন্য বয়ে চলে অনেক অনেক ক্ষণ
বাকাট্টা হয় জীবন প্রহর ফালি ফালি চাঁদ
বুঝতে পারি শেষ কবিতায় তুই পতিতাজন।
১০. অনন্ত : দীর্ঘ বিদায়
জীবন কাটে প্রবহমান যোজন যোজন দূরে
জীবন মায়ায় ছেড়ে দিলে নীলাকাশে উড়ে
স্পর্শতা হয় বেশ্যাপ্রহর মোনালিসা হাসি
তোর হাসিতে মাটি ফাটে কাকডাকা ঐ ভোরে।
১১. প্রস্টিটিউট-এক
আকাশ ভরা জোছনা-মেঘের লুটোপুটি হায়
এক যৌবন জোয়ার-ভাটায় বিলিয়ে দিতে চায়
বিলিয়ে সুখ হয় না তবু বিক্রি হয় নিজে
চাঁদের আলো অঙ্গে মেখে জীবন ভরে খায়।
১২. প্রস্টিটিউট-দুই
জীবন মায়ায় জীবন বেচে কষ্টে কাটে দিন
এম্নি করে যোনির তরে নিজের বাড়ে ঋণ
ঋণের বোজা হাল্কা করে বীর্য হয় ভারী
নিশি বেলায় চিল্লা করে- তপ্ত হয়ে নিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।