প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। দুঃখগুলো, দৈন্যগুলো, দশা আর হতাশাগুলো এখন
কেউ দেখে ফেলবে ভেবে ঢেকে রাখি :
নিপীড়িত যুবতী যেমন তার সম্ভ্রম ঢেকে রাখে ;
অভিজাত মানুষ যেমন তার কালের গ্রাসের ধকল ঢেকে রাখে,
তেমনি দুঃখগুলো ঢেকে রাখি।
ভদ্র সমাজে আমার একটু নাম আছে :
ছেলেবেলায় অমায়িক ছেলের খেতাব পেয়েছিলাম বলে,
বড় বয়সে অনেকে ভদ্রলোক বলে সমীহ করে,
প্রায়শ রা¯তা হাঁটতে খেলে খানা খন্দর দেখে পা ফেলি,
পাছে কেউ দেখে ফেলবে ভেবে সরকারি জায়গায় ঠ্যাং উচুঁ করে
ঝরণা ঝরাই না,
ঘোমটা পড়া বধুঁ দেখে নিজেই ভয়ে লজ্জায় গলা খাঁকারি দেই,
ফলত বেশ একটা সুনাম আছে আমার ; এই গরীব দেশের ভদ্র সমাজে।
সেই সুনামের খেতাব নিয়ে ঘুষের চাকরিতে জয়েন করিনি,
পরকাল নেই বলে সুদের ব্যবসায় মাথা খাটাইনি,
সম্মান যাবে ভেবে কারো পা টিপে আবেদন করিনি প্রথম শ্রেণির কোনো চাকরির।
সম্মান আর ব্যক্তিত্ব নিয়ে বেঁচে আছি ;
ভালো আছি : সবাই জানে :
অথচ কী বেদনায় পুড়ে পুড়ে আমি কষ্টিপাথর হয়েছি তা কেউ জানে না।
আজ নববধুঁর মতো দুঃখগুলো, দশাগুলো
আর কষ্টগুলো ঢেকে রেখে হাসিমুখে লোকালয়ে মিশে থাকি :
আমার দুঃখ বলে কিছু নেই, দৈন্য বলে কিছু নেই।
ভালোই যাচ্ছে আমার দিন। ভালোই যাচ্ছে আমার দিন!!
১৬.১২.২০১২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।