নতুন
বছর, ঈদ, নির্বাচন সবগুলো বিষয় কেমন যেন আনন্দের। বিজয়ের মাসে তাই দুঃখগুলো দিলাম ছুটি।
এবারের নভেম্বর যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কেটেছে তাই আনন্দ। গত বছর ও এর আগের বছরগুলো কেটেছে কষ্টের সাথে বসবাস করে। প্রলয়ংকরী সিডর ওলট পালট করে দেয় উপকূলীয় অঞ্চলকে।
বাতাসে লাশের গন্ধ, স্বজন হারানোর আর্ত চিৎকারে ভারী হয়ে উঠে গ্রাম থেকে গ্রামান্তরে। মানুষ বাতাসে উড়েছে তুলার মত। উড়ে গিয়ে বুনো লতায় জড়িয়ে ছিল। ইলেকট্রনিক্স ও প্রিন্টেট মিডিয়ায় এই খবর ছড়িয়ে যায় দেশ দেশান্তরে। সহানুভুতি প্রকাশ করে সাহায্য আসতে থাকে।
কেউ সাহায্য দিতে এসে মিডিয়ায় দানবীর সাজে, কেউবা আবার গ্রাম পূর্নবাসনের ঘোষনা দেয়। কেউবা স্বজন হারানোর বেদনা মুর্হুমুহূ ভুলে গিয়ে ত্রান নিয়ে সংঘর্ষ করে প্রানপাত করে। ত্রান নিতে গিয়ে ব্রিজ ভেঙ্গে লাশ হয়ে ঘরে ফিরে। আবার কেউবা মানব সেবার মহৎ উদ্দেশ্য ত্রান সংগ্রহ করে কিছু অংশ বিতরন করে বাকীটা পকেটে পুরে। মদ বিয়ার আর বিলাস বহুল হোটেলে সুন্দরীর নারীর রূপসুধা পান করে।
রাতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উপর থেকে ঠুস ঠাস শব্দে পড়তে থাকে দেশী বিদেশী নানা বোতলজাত ড্রীঙ্কস। সকাল বেলা মিডিয়ার সামনে আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসব নিয়ে এসেছি আমরা কত মহৎ। প্লিজ আমাদের কথাগুলো বিশ্বে পৌছে দিন।
সেই দুঃখ কষ্ট কাটিয়ে মানুষ আবারও নতুন করে বাচাঁর স্বপ্ন দেখছে। নতুন সভ্যতার বিনির্মানে আবারও উঠে পড়ে লেগেছে।
জাল নেই, নৌকা নেই, ঘর নেই, পেটে ভাত নেই, শীতের কাপর নেই। এমন অবস্থা যারা পার করেছে তাদের তো তাদের কষ্টের দিনগুলো। তাদের জন্য দুঃখগুলো ছুটি দেওয়ার এটাই সময়। ইবনেবতুতার দোযখপূর্ন নিয়ামতের দেশ নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখচ্ছে। অনেক কষ্টের মাঝেও মানুষ আনন্দ নিয়ে বেঁচে থাকে।
নতুন জামা গায়ে দিয়ে ঈদ করার আনন্দ। হোক না জামাটা পলেস্টারের। হোকনা সেটা শীত ব্স্ত্র ! নতুন তো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।