আমাদের কথা খুঁজে নিন

   

আমি হারাই তোমার মাঝে

এটা আমার রাজত্ব আমি হারাই তোমার মাঝে সকালের সোনা রোদ যখন প্রথম আমার চোখে বুলায় পরশ, তখন প্রথম যার মুখ আমার চোখে ভাসে সে তুমি। সাঁঝের আঁধার যখন আমার চোখের সামনে ভেসে ওঠে যখন কালো নিকষ হয় চারদিকে, তখনও থাক তুমি। সারাংশে বলি তোমায় না করে শুধু প্রার্থনা সকাল থেকে সাঁঝে আমি হারাই তোমার মাঝে। শামস রাসিদ ভেবেছিলাম আর কবিতা লিখবনা। তবুও কেন যেন লিখে ফেললাম।

আজ ঠিকানা পরিবর্তন করলাম। বর্তমান ঠিকানা দোলাইরপার। যাত্রাবাড়ীর পাশে। মিরপুর থেকে ধোলাইখাল- সেখান থেকে দোলাইরপার। খাল থেকে পাড়ে উঠলাম।

প্রমোশন!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।