আমাদের কথা খুঁজে নিন

   

কলঙ্কিত ছাত্র সমাজ। পর্ব-২

সোনার হরিনের পেছনে ছুটছি। আমি আর নাসিম তখন একটা বাড়ির কাছ দিয়ে হেটে আসছিলাম। কলেজ চত্তর থেকে বের হয়ে মুল রাস্তা ধরে কতক্ষন হাটার পর ডান দিকের একটা ছোট্ট চিপা দিয়ে নাসিমদের ছাত্রাবাসে যেতে হয়। ওদের ছাত্রাবাসের নাম সোহাগ ছাত্রাবাস। এখন এই ছাত্রাবাসে অনেক গুলো রুম করা হইছে।

কিন্তু যখন নাসিমরা থাকত তখন মাত্র একটা বিল্ডিং এ চারটা রুম ছিলো। কলেজ থেকে আসার পথে ডান দিকে ঘুরে উঠতেই একটি বাড়ি নাসিম আমাকে দেখাল । আর বললো এই বাড়ি সেই ছাত্র নেতার যারা এখন কলেজে মিসিল করতেছে। এই ছাত্র নেতার নাম জাহিদ । নাসিম এই ছাত্র নেতাকে খুব ভাল ভাবে চিনে।

কারন এই ছাত্র নেতা মাঝে মাঝেই নাসিমদের ম্যাচে এসে আড্ডা দেয়। নাসিম আবার খুব মিসুক একটা ছেলে। ওর সাথে কোন মানুষ একবার দুইবার কথা বললেই তাদের বন্ধু বানায় ফেলে। এই ছাত্র নেতার সাথেও নাসিম সুকৌশলে বন্ধত্ব করে ফেলছে। কারন নাসিম চিন্তা করছে যে এখানে থাকতে হলে তাকে অবশ্যই এদের সাথে মিল দিয়ে থাকতে হবে।

নয়তবা এরা নাসিমদের বিভিন্ন ভাবে ফাঁসায় দিতে পারে। মাঝে মাঝে এই ছাত্র নেতারা নাসিম দের বাসায় এসে মদ্য পান করত। নাসিম এই ছাত্র নেতাকে জাহিদ ভাই বলে ডাকে। নাসিম বলে, শোভন শোন এই জাহিদ ভাইয়ের কাছে চাপাতি, চাইনিজ কুরাল, এবং পিস্তল সহ অনেক অস্ত্র সস্ত্র আছে। যে কোন সময় এরা হকিস্টিক নিয়ে মারামারি করতে বের হয়।

আমি তো তখন হকিস্টিক চিনতাম না। আমি বললাম হকিস্টিক কি? নাসিম আমাকে হকিস্টিক কি তা সুন্দর ভাবে বুঝিয়ে বললো। নাসিম, শোন এরা খুব খারাপ মানুষ। এদের সাথে তাই আমরা মিল দিয়ে থাকি। নইলে এরা কখন আমাদের ফাসাঁয় দেয় বলা তো যায় না।

নাসিম বলতেই থাকলো, শোন এদের আরো ভয়ংকর কাহিনী। এরা কোন পড়াশুনা করে না। সব সব সময় মদ, গাজা, ফেন্সিডিল খায়। আর যেখানে সেখানে মাতলামি করে বেরায়। আমি বললাম এদেরকে পুলিশ ধরে না।

নাসিম বললো, না, এদেরেকে পুলিশ ধরে না। আমি বললাম, এদেরকে কেন পুলিশ ধরে না। নাসিম, কারন এখানকার এম.পি পুলিশকে এদের ধরতে মানা করে দিছে। আমার এখন জানা মতে ওই সময় আমাদের দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো্। নাসিম বললো, এই এলাকার এম.পির অনেক কাছের নেতা এই জাহিদ ভাই।

তাই পুলিশ এদের কিছু করতে পারে না। চলবে............. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.