আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ
জারজদের দখলে আজ পবিত্র সব বিধি বিধান
শয়তানী হুঙ্কারে উলু ধ্বনী তুলে ঘটা করে নষ্টা নটী
সময়ের ব্যবধানে পলাতক মাস্তান আজ রাজা মহারাজ
আলোকিত মানুষগুলো মাথা কুটে মরে অন্ধকারে
আলোর পথে পথে নষ্ট সন্তানেরা পুঁথে রাখে অসংখ্য কাঁটা
খুনে গুমে ধর্ষনে দিশেহারা মানুষ আতঙ্কিত নগরে গ্রামান্তরে
পথে ঘাটে নগরে বন্দরে পাহাড়ে জল ডোবায় খন্ডিত লাশ
গুম খুন ধর্ষন এক নিত্য নৈমত্তিক যেন সাধারণ ঘটনা
অত্যাচারে অনাচারে অবিচারে মানুষ এখন হতবাক বোবা
সন্তানহারা জননীর হাহাকারে কেঁধে উঠে আমবস্যা রজনী
এতিম বিধবার তপ্ত নিঃশ্বাসের বেদনায় বাতাস আহত ভারী
বাংলার আকাশ জুড়ে আজ চিল শকুনের আনন্দ মেলা
শৃগালে হায়েনাতে কাড়াকাড়ি মারামারি যজ্ঞ মহা উৎসব
শাসনের দন্ড হস্তে নীরোর সারথী শীতের পিঠা পুলি খায়
কলঙ্কিত বিজয়ের বেহায়া উৎসবে নাচে গানে আসর জমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।